Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ভগ্নীপতির শাবলের আঘাতে প্রাণ গেল শ্যালকের

লোহাগড়া প্রতিনিধি

নড়াইলের নড়াগাতিতে ভগ্নিপতির সাবলের আঘাতে মারাত্নক আহত রুকু শেখ (৬০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত ওই ব্যক্তি নড়াগাতি থানার চোরখালী গ্রামের মৃত মোকছেদ শেখের ছেলে।

জানা গেছে, দীর্ঘদিন যাবত শ্যালক ও ভগ্নিপতির মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। শুক্রবার সকালে রুকু শেখ পাশেই নদীর পাড়ে বড়দিয়া-মহাজন ফেরীঘাটের দিকে গেলে ভগ্নিপতি কুদ্দুস ফকির লোহার সাবল নিয়ে শ্যালক রুকু শেখের মাথায় উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় ও স্বজনরা তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেলে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় সোমবার ভোররাতে ঢাকা নেওয়ায় পথে তার মৃত্যু হয়।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাঃ রোকসানা খাতুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের ময়নাতদন্ত নড়াইল সদর হাসপাতালে সম্পন্ন হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন