Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

লোহাগড়ায় টাকা ছিনতাইয়ের অভিযোগে ২ মহিলা আটক

লোহাগড়া প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া বাজার থেকে ১ লক্ষ ৩০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগে ২ মহিলাকে আটক করেছ লোহাগড়া থানা পুলিশ। আটক‍ৃতরা হলো টাঙ্গাইল জেলার সোনিয়া বেগম ও ফরিদপুর জেলার সাথী বেগম।

পুলিশ ও ভুক্তভোগী সুত্রে জানা গেছে, ব‍ৃহস্পতিবার (২ডিসেম্বর) দুপুরে নড়াইল সদর থানার শড়াতলা গ্রামের রিংকি খানম ইসলামী ব্যংক থেকে তোলা ৭ হাজার টাকা, অগ্রনী ব্যাংক থেকে তোলা মল্লিকপুর গ্রামের সুরভী খানম ২৫ হাজার টাকা ও লোহাগড়া বাজারের ইসলামী ব্যাংক থেকে তোলা খাদিজা বেগমের ৯৮ হাজার টাকা উক্ত ছিনতাইকারী ব্যাংকের নিচ থেকে ভীড়ের মাঝে সুকৌশলে তাদের সাইড ব্যাগ থেকে মোট ১ লক্ষ ৩০ হাজার ছিনিয়ে নেয়।

এ সময় স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে উক্ত ছিনতাইকারীদের লোহাগড়া থানার এস আই বাবুল হোসেন হাতে নাতে ধরে ফেলে। আটকৃতরা হল পেশায় বেদে সম্প্রদায় । তারা কালনা ঘাটে মধুমতি নদীর ওপারে থাকে বসবাস করে। লোহাগড়া থানার ওসি আবু হেনা মিলন বলেন,তদন্ত করে ছিনতাইকারীদের বিরূদ্ধে ব্যাবস্থা নেয়া হবে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন