রবিবার । ১৬ই নভেম্বর, ২০২৫ । ১লা অগ্রহায়ণ, ১৪৩২

নড়াইলে পালিত হলো বিশ্ব এইডস দিবস

নড়াইল প্রতিনিধি

সমতার বাংলাদেশ এইডস ও অতিমারী হবে শেষ, এ প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে।

বুধবার (১ ডিসেম্বর) দিবসটি পালন উপলক্ষে সকাল সাড়ে ১০ টায় সিভিল সার্জন অফিসের আয়োজনে অফিস চত্বর থেকে র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়।

পরে সিভিল সার্জনের সভাকক্ষে আলোচনা সভায় সিভিল সার্জন ডাঃ নাছিমা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

এসময় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন ডাঃ সুব্রত নাগ, ফোরকান মোল্যা সহ স্বাস্থ্য কর্মকর্তারা। কর্মসূচিতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারি, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন