Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

কালিয়ায় ইউপি নির্বাচনে নৌকার ভরাডুবি

লোহাগড়া প্রতিনিধি

নড়াইলের কালিয়া উপজেলার ১২ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। রবিবার সকাল ৮ টায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়ে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়।

মোট ১২ টি ইউনিয়নের মধ্যে ১০ টিতে স্বতন্ত্র প্রার্থী ও ২টিতে নৌকার প্রার্থী বেসরকারিভাবে বিজয় লাভ করেছে।

নির্বাচনে বেসরকারিভাবে যারা নির্বাচিত হলেন কলাবাড়িয়া এ্যাড. কায়েস আহম্মেদ (আনারস),পহরডাঙ্গা জনাব মাহমুদুল (আনারস), বাঐসোনা এস এম চুন্নু (আনারস), জয়নগর কাজী আইয়ুব হোসেন (মোটরসাইকেল), খাশিয়াল বিএম বরকত (চশমা) , সালামাবাদ মোল্লা মাহাবুবুর রহমান মাহি (আনারস), ইলিয়াছাবাদ মল্লিক মনিরুল ইসলাম (আনারস), চাচুড়ী মেলজার ভূঁইয়া (ঘোড়া), বাবরা হাচলা মোজাম্মেল হক (ঘোড়া), পুরুলিয়া মনি মিয়া (ঘোড়া), হামিদপুর পলি বেগম (নৌকা),মাউলী রোজী হক(নৌকা)।

এদিকে কেন্দ্র দখল, ধাওয়া পাল্টা ধাওয়া, ভোট প্রদানে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন