Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

নড়াইলে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, নড়াইল

নড়াইলে লোহাগড়ায় একটি হত্যা মামলায় সৈয়দ পলাশ ওরফে পলাশ মিনাকে (৩২) যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। বুধবার (২৪ নভেম্বর) সকালে জেলা ও দায়রা জজ মুন্সী মোঃ মশিয়ার রহমান এ আদেশ দেন।

এছাড়া আসামীকে ৫০ হাজার জারিমানা, অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হযেছে। রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্ত আসামি পলাশ মিনা আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা গেছে, লোহাগড়া উপজেলার ইতনা গ্রামে পরকীয়া প্রেমের সূত্রধরে ২০১৬ সালের ২২ জানুয়ারি সন্ধ্যায় ভূক্তভোগী ঠান্ডু সরদারকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যায় আসামি পলাশ মিনা। এরপর রাতে ঠান্ডু সরদার বাড়িতে ফিরে না আসায় বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। পরের দিন দুপুরে ইতনা বালিকা বিদ্যালয়ের পাশের ক্ষেত থেকে ঠান্ডুর লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহত ঠান্ডুর মা গোলাপী বেগম বাদী হয়ে পলাশ মিনাকে আসামী করে লোহাগড়া থানায় মামলা করেন। আসামি ভূক্তভোগী ঠান্ডু সরদারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার কথা স্বীকার করে। মামলায় ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামীর বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় বিচারক এ দন্ডাদেশ প্রদান করেন।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন