Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

শপথের আগেই চলে গেলেন লোহাগড়ার পৌর কাউন্সিলর সেকেলা বেগম

লোহাগড়া প্রতিনিধি

লোহাগড়া পৌরসভার নব নির্বাচিত মহিলা কাউন্সিলর সেকেলা বেগম ইন্তেকাল করেছেন। শনিবার বিকাল ৩ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর।

গত ২ নভেম্বর অনুষ্ঠিত লোহাগড়া পৌরসভা নির্বাচনে সেকেলা বেগম ১, ২ ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত আসন (মহিলা) থেকে মহিলা কাউন্সিলর হিসেবে নির্বাচিত হন। কিন্তু শপথ গ্রহণের আগেই চলে গেলেন না ফেরার দেশে। সেকেলা বেগম দীর্ঘদিন ধরে হার্ট, ডায়াবেটিকসহ নানা রোগে ভুগছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নবনির্বাচিত মেয়র আলহাজ্ব সৈয়দ মশিউর রহমান, ১ নং ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বনাথ দাস, সংরক্ষিত নারী কাউন্সিলর রাজিয়া সুলতানা বিউটি নব নির্বাচিত মহিলা কাউন্সিলর সেকেলা বেগমের মৃত্যুতে গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন