Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

নড়াইলে যুবলীগ নেতা পলাশ হত্যার আসামি রুবেল আটক

লোহাগড়া প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলার বহুল আলোচিত যুবলীগ নেতা পলাশ মাহমুদ হত্যার ১৭ দিন পর মামলার এজাহারভুক্ত অন্যতম আসামি রুবেল শেখকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার স্বীকারোক্তি মোতাবেক হত্যাকান্ডে ব্যাবহৃত একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, তথ্য প্রযুক্তির সহায়তায় লোহাগড়া থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ শুক্রবার (১২ নভেম্বর) রাত পৌনে ১০ টার দিকে অভিযান চালিয়ে ঢাকার মহাম্মদপুর থানার লালমাটিয়া এলাকা থেকে যুবলীগ নেতা পলাশ মাহমুদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামী রুবেল শেখকে (২৭) গ্রেপ্তার করে লোহাগড়া থানায় নিয়ে আসেন।

এর পর শনিবার সকালে আটক আসামী রুবেলের স্বীকারোক্তি মোতাবেক লোহাগড়ার নবগঙ্গা নদী থেকে হত্যাকান্ডে ব্যাবহৃত একটি ‘ফুলকুচি’ উদ্ধার করেন।

ওইদিন দুপুরে রুবেলকে নড়াইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট হেলাল উদ্দিনের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু হেনা মিলন বিষয়টি নিশ্চিত করে বলেন, হত্যায় ব্যবহৃত অন্য অস্ত্র ও মামলার অপর আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন