Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

লোহাগড়ায় বোমা বিস্ফোরণে কব্জি উড়ে গেল যুবকের

লোহাগড়া প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলার কুন্দসীর সিএন্ডবি চৌরাস্তা এলাকায় বোমা বিস্ফোরণে শাহাজাদা মোল্ল্যা(৪০) নামের এক যুবকের হাত বিচ্ছিন্ন হয়ে গেছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রবিবার (৭ নভেম্বর) রাত ৮ টার দিকে কালনা-যশোর মহাসড়কের সিএন্ডবি চৌরাস্তায় এ ঘটনা ঘটে। আহত শাহাজাদা লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের মঙ্গলহাটা গ্রামের মোঃ আকবার মোল্লার ছেলে।

ঘটনাস্থল থেকে আহতাবস্থায় শাহাজাদাকে প্রথমে লোহাগড়া হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

তবে কিভাবে বোমার বিস্ফোরণ ঘটেছে সে বিষয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় পুলিশ দুই জনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় পুলিশের আনুষ্ঠানিক কোন বক্তব্য পাওয়া যায়নি। নড়াইল জেলা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন