Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

নড়াইলে জাতীয় সমবায় দিবস পালিত

নড়াইল প্রতিনিধি

‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এই প্রতিপাদ্য সামনে রেখে নড়াইলে ৫০ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

শনিবার(০৬ নভেম্বর) এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসন ও জেলা সমবায় অফিসের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সমবায় অফিসার মোঃ আসলাম আলী ভুইয়া।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম, নড়াইল সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা, সফল সমবায়ী খন্দকার শাহেদ আলী শান্ত, সমবায় প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

করোনা ভাইরাস সতর্কতায় এবার সীমিত আকারে দিবসটি পালন করা হয়েছে। এসময় বক্তারা জাতীয় সমবায় দিবস ও দিবস পালনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন