Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

লোহাগড়ায় বুদ্ধি প্রতিবন্ধীকে ধর্ষণ, আটক ৩

লোহাগড়া প্রতিনিধি

নড়াইলের লোহাগড়ায় এক বুদ্ধি প্রতিবন্ধী যুবতীকে সংঘবদ্ধ ভাবে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাত দশটার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের শালবরাত গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ভিকটিমকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেছে এবং ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন জনকে আটক করা হয়েছে।

আটককৃত ধর্ষক শাল বরাত গ্রামের আবু বক্কর শেখের ছেলে আনারুল শেখ। বদিয়ার শেখের ছেলে উজ্জল শেখ। খোকা ফকিরের ছেলে মিটো ফকির।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার কাশিপুর ইউনিয়নের শালবরাত গ্রামে দুলুর বাড়ীর নতুন নির্মিত একটি ভবনের মধ্যে গত বৃহস্পতিবার রাত আনুমানিক দশটার দিকে এক বুদ্ধি প্রতিবন্ধীকে নিয়ে চার বন্ধু মিলে পালাক্রমে ধর্ষণ করে ফেলে রেখে যায়। ধর্ষিতার শোর চিৎকারে প্রতিবেশীরা ও ইউনিয়ন দফাদার আসাদুজ্জামান ঘটনাস্থলে যেয়ে বিষয়টি টের পায়। পরে তারা পুলিশকে খবর দিলে লোহাগড়া থানা পুলিশ প্রতিবন্ধী যুবতীকে উদ্ধার করে রাতেই নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু হেনা মিলন জানান, চারজন মিলে ধর্ষণ করেছে বলে জানা গেছে। শুক্রবার ভিকটিমের ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। এঘটনায় একটি ধর্ষণ মামলা হয়েছে ও তিন জনকে আটক করা হয়েছে। মামলা নং ২ ধারা ৯/৩। আটককৃত ৩ জন কে পুলিশ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন