Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

নড়াইলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন

নড়াইল প্রতিনিধি

নড়াইলে “ মুজিব বর্ষে শপথ করি, দূর্যোগে জীবন-সম্পদ রক্ষা করি ” এ শ্লোগানকে সামনে নিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২১ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বেলা সাড়ে ১১ টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, নড়াইল এর আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের সভাকক্ষে এ উদ্বোধনী আয়োজন অনুষ্ঠিত হয়।

এসময় জাতীয় পতাকা ও ফায়ার সার্ভিসের পতাকা উত্তোলন করা হয় এবং অগ্নি নির্বাপকের বিভিন্ন মহড়া অনুষ্ঠিত হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নড়াইলের উপ- সহকারি পরিচালক মোঃ মাহবুব আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

এসময় নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, জেলা মৎস্য কর্মকর্তা এইচ এম কামরুজ্জামান, ডাঃ সুব্রত নাগ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

করোনা সতর্কতায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ে সপ্তাহের আয়োজন সীমিত করা হয়েছে। কার্যক্রম চলবে ৬ নভেম্বর পর্যন্ত। আয়োজনে দূর্যোগ, ভুমিকম্প ও অগ্নি মোকাবেলার বিভিন্ন বিষয়ে জনসচেতনতা মুলক প্রচারসহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন