Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

নড়াইলে জেল হত্যা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, নড়াইল

নড়াইলে বিভিন্ন আয়োজনে জেল হত্যা দিবস পালিত হয়েছে। সকাল সাড়ে ৭ টায় আওয়ামী লীগ নড়াইল জেলা শাখার আয়োজনে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতার প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া ইউসুফ, আ’লীগ নেতা অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, জাতীয় মহিলা সংস্থা নড়াইল জেলা শাখার চেয়ারম্যান সালমা রহমান কবিতাসহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা জেল হত্যা দিবসের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন। আয়োজনে ১৯৭৫ সালে ৩ নভেম্বর কারা অভ্যন্তরে নির্মমভাবে হত্যা জাতীয় চার নেতা ও ১৫ আগষ্ট বঙ্গবন্ধুসহ নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দিনব্যাপি অন্যান্য কর্মসূচির মধ্য রয়েছে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার ও ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠান।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন