Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

নড়াইলের লোহাগড়ায় ফল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলার চরমল্লিকপুর গ্রামের পলাশ মাহমুদ নামের এক যুবককে (৩২) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। সোমবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৯ টার দিকে বাড়ির কাছে এ হামলার ঘটনা ঘটে। সন্ত্রাসীরা তার মাথায় কুপিয়ে হত্যা করে।

স্থানীয়রা জানায়, নিহত পলাশ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ছিলেন এবং যুবলীগের একজন কর্মী হিসাবে দায়িত্ব পালন করতেন। তার পিতার নাম খোকন শেখ। তিনি লোহাগড়া বাজারের ফল ব্যবসায়ী ছিলেন, নিহত পলাশও পিতার ফলের ব্যবসা পরিচালনা করতেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন জানান, পলাশ মাহমুদকে কী কারণে কে বা কারা হত্যা করেছে বিষয়টি তা তদন্ত করে দেখা হচ্ছে। একই সাথে ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন