Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

নড়াইলে শেখ রাসেল দিবস পালন

নিজস্ব প্রতিবেদক, নড়াইল

`শেখ রাসেল দিপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস’ এই শ্লোগানকে সামনে রেখে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে শেখ রাসেল দিবস পালিত হয়েছে।

সোমবার (১৮ অক্টোবর) সকাল ৭ টায় এই উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে স্থাপিত শেখ রাসেলের প্রতিকৃতিতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, নড়াইল পৌরসভাসহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান শ্রদ্ধা নিবেদন করে।

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ সোহরাব হোসেন বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ সুবাস বোস, সাধারন সম্পাদক ও নড়াইল সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়া দিবসটি পালন উপলক্ষে আলোচনাসভা, দোয়া মাহফিল, দুস্থদের মাঝে খাবার বিতরনসহ বিভিন্ন কর্মসুচি গ্রহন করা হয়েছে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন