Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

নড়াইলে অষ্টমী ও কুমারী পূজা উদযাপন

নিজম্ব প্রতিবেদক, নড়াইল

করোনার সতর্কতায় স্বাস্থ্যবিধি মেনে নড়াইলে উদযাপিত হচ্ছে শারদীয় দূর্গোৎসব। আজ মহা অষ্টমি, এই অষ্টমিতে অশুর নিধনের জন্য কিশোরীকে কুমারী সাজিয়ে পূজা করা হয়।

নড়াইল রামকৃষ্ণ মিশন ও মঠ, বাধাঘাট পুজা মন্ডবসহ বিভিন্ন মন্ডবে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। অশুর বধের জন্য এই দিনে দেবী দূর্গা কুমারী রূপ ধারন করে অশুররূপী শত্রু নিধনে মত্ত হন। মহা অষ্টমিতে কিশোরীকে মাতৃরুপে কুমারী সাজিয়ে মন্দিরে মন্দিরে চলে পূজা অর্চনা ও দেবীর আরাধনা অনুষ্ঠিত হয়।

এছাড়া শহরের মিতালী সংঘ, টাউন কালীবাড়ি, রুপগঞ্জ বাজার কালীবাড়ি, বাধাঁঘাট পূজা মন্ডপ, মহিষখোলা,চরের ঘাট, সূর্য্যসেন ক্লাবসহ জেলার বিভিন্ন পূজা মন্ডপে অষ্টমী পূজা অনুষ্ঠিত হয়েছে।

অষ্টমী পূজার অঞ্জলী দিতে প্রতিটি পূজা মন্ডপে বিভিন্ন বয়সী নারী-পুরুষ ভক্তদের দেখা যায়। এ বছর জেলায় ৬৫৪ টি মন্ডব মন্দিরে দূর্গাপূজা আয়োজন করা হয়েছে ।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন