Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫০তম শাহাদাত বার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক, নড়াইল

মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫০ তম শাহাদাত বার্ষিকী রবিবার(০৫ সেপ্টেম্বর) নড়াইলে বিভিন্ন কর্মসুচীর মধ্যদিয়ে পালিত হয়েছে। এই উপলক্ষে নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের নূর মোহাম্মনগরে তার গ্রামের বাড়িতে শোকর‌্যালী, স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, গার্ড আব অনার, কোরআন খানি, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ ট্রাস্ট ও জেলা প্রশাসনের আয়োজনে বেলা ১১ টায় স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসন, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ট্রাস্ট, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, জেলা পরিষদসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। জেলা পুলিশের পক্ষ থেকে এই বীর যোদ্ধাকে রাষ্ট্রীয় সন্মান গার্ড অব অনার প্রদান করা হয়।

এসময় বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ ট্রাষ্টের সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, মুক্তিযোদ্ধা এ্যাড. এস এ মতিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফকরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল তানজিলা সিদ্দিকী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ ট্রাস্টের সদস্য সচীব আজিজুর রহমান, পবিরারের সদস্যসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্মৃতি যাদুঘর ও পাঠাগার মিলনায়তনে মরহুমের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও ১৩৪ জন হতদরিদ্রের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ খাদ্য ১৫ কেজি করে চাউল সহায়তা বিতরণ করা হয়। করোনা সংকটের কারণে এবছর আয়োজন সীমিত আকারে করা হয়েছে।

বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোর জেলার গোয়ালহাটিতে পাকবাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে শহীদ হন। যশোরের শার্শা উপজেলার কাশিপুর গ্রামে তাকে সমাহিত করা হয়। নূর মোহাম্মদ ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার মহিষখোলা গ্রাম বর্তমানে নূর মোহাম্মদনগরে জন্মগ্রহণ করেন। তার পিতা মোহাম্মদ আমানত শেখ ও মা জেন্নাতুন্নেছা। মহান স্বাধীনতা যুদ্ধে বীরত্বপুর্ণ অবদানের স্বীকৃতি স্বরুপ বীরশ্রেষ্ঠ পদবীতে ভুষীত হন।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন