Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

নড়াইলে শিশু ধর্ষণ : অভিযুক্তের ফাঁসির দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, নড়াইল

নড়াইলের কালিয়া উপজেলার জোকা গ্রামে ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক রউফ মোল্যার ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে নড়াইল আদালত সড়কে মানববন্ধনে ধর্ষণের শিকার শিশুর পরিবার ও এলাকার জনগণসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ সময় শিশুর মা-সহ আইনজীবী কাজী বশিরুল হক, সাংবাদিক সাথী তালুকদারসহ প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা এ ঘটনায় নিন্দা জানান এবং ধর্ষক রউফ মোল্যাকে দ্রুত বিচারে আওতায় এনে ফাঁসির দাবি জানান।

উল্লেখ্য, গত ১৪ আগস্ট বেলা ১১ টার দিকে কালিয়া উপজেলার জোকা গ্রামের ৮ বছরের শিশুকে পিঠা খাওয়ার প্রলোভন দেখিয়ে প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রতিবেশী রউফ মোল্যার বিরুদ্ধে নিজ ঘরে নিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে। এই ঘটনায় ২৪ আগস্ট কালিয়া থানায় মামলা দায়ের করা হয়। ২৫ আগস্ট অভিযুক্ত অবঃ শিক্ষক রউফ মোল্যাকে পুলিশ আটক করে জেলহাজতে প্রেরণ করে।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন