Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

নড়াইলে বাস চালককে কুপিয়ে হত্যা (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক, নড়াইল

নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের লস্করপুর গ্রামের লিয়াকত হোসেন শিকদার (৫০)নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। লিয়াকত হোসেন সিকদার মৃত সোহরাব হোসেন শিকদারে ছেলে। তিনি পেশায় একজন বাস চালক।

স্থানীয়রা জানায়, শনিবার (২৮ আগস্ট) রাত ৯টার দিকে লিয়াকত হোসেন বাজার থেকে বাড়ি ফেরার পথে বাড়ির পার্শ্ববর্তী সিমাখালি এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে। লাশের ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে আনা হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিহতের সন্তান পাভেল শিকদার দাবি করেন, এলাকায় আধিপত্য বিস্তারের জের ধরে স্থানীয় এক জনপ্রতিনিধির সাথে বিরোধ চলে আসছিল।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের আটক করতে পুলিশ চেষ্টা চালাচ্ছে বলেও তিনি জানান।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন