Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

নড়াইলে বিভিন্ন আয়োজনে ২১ আগস্টে শহীদদের স্মরণ

নিজস্ব প্রতিবেদক, নড়াইল

নড়াইলে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণ করা হয়েছে। শনিবার এই উপলক্ষে সকালে জেলা আওয়ামী লীগের আয়োজনে নিজস্ব কার্যালয়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির মধ্যে সকাল সাড়ে ৭ টায় জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, গ্রেনেড হামলায় নিহত আ’লীগ নেত্রী আইভী রহমানের প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন ও শহীদ স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি এড. সুবাস চন্দ্র বোস, সাধারন সম্পাদক ও নড়াইল সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া ইউসুফ, সদর উপজেলা আ’লীগের সভাপতি এড. অচিন চক্রবর্তী, নারী নেত্রী ইসমত আরা, গুলশান আরাসহ আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়া এই উপলক্ষে নড়াইল পৌরসভা ও জেলা যুবলীগের আয়োজনে আলোচনা দোয়া মাহফিল, খাবার বিতরনসহ বিভিন্ন কর্মসূচি পালিত হবে।

উল্লেখ্য, ২০০৪ সালে ঢাকার বঙ্গবন্ধু এ্যাভিনিউতে অনুষ্ঠিত আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী সমাবেশে গ্রেনেড হামলায় ২৪ জন নিহত এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কয়েকশত নেতাকর্মী আহত হন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন