Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

নড়াইলে করোনায় মোট মৃত্যু ১শ’ দাঁড়ালো

নিজস্ব প্রতিবেদক, নড়াইল

নড়াইলে করোনা গত ২৪ ঘন্টায় ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা ১শ’ দাঁড়ালো। এদিকে ১৪২ টি নমুনা পরীক্ষায় ৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৩.৮০ শতাংশ।

নড়াইল সিভিল সার্জন কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আক্রান্তদের মধ্যে নড়াইল সদর উপজেলার ১৫ জন, লোহাগড়া উপজেলায় ২৭ জন, কালিয়া উপজেলায় ৬ জন। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট ৪৪৫৪ জনের, সুস্থ হয়েছে ৩৫৮১ জন। নতুন মৃত্যু ২ জনসহ জেলায় মৃত্যুর সংখ্যা ১০০ জন।

মৃতদের মধ্যে নড়াইল সদর উপজেলায় নতুন একজনসহ ৫৫ জন, লোহাগড়া উপজেলায় নতুন একজনসহ ২৮ জন ও কালিয়া উপজেলায় ১৭ জন। বর্তমানে হাসপাতালে মোট ৪৯ জন চিকিৎসাধীন রয়েছে।

এদিকে করোনা সংক্রমণ রোধে সারাদেশে শুরু হওয়া কঠোর লকডাউনের ১৯ তম দিন চলছে। লকডাউনের আজ শেষদিনে বেড়েছে জনসমাগম, সকাল ৭ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত কাঁচাবাজার, মাছ বাজার খোলা থাকছে। জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত, সেনা বাহিনী, বিজিবির টহল কার্যক্রম চালু রয়েছে। শহরের বিভিন্ন গুরুত্বপুর্ণ স্থানে পুলিশ চেক পোষ্ট রয়েছে। গত ২৪ ঘন্টায় ৯ টি ভ্রাম্যমাণ আদালত ১৩ মামলায় ১০ হাজার ১শ’ টাকা জরিমানা করেছে।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন