বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২
শনাক্তের হার ৪০.৭৪% শনাক্ত

নড়াইলে করোনা পরীক্ষায় ২৭ নমুনায় ১১ জন শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, নড়াইল

করোনা সংক্রমন রোধে সারাদেশে শুরু হওয়া কঠোর লকডাউনের ১৬তম দিন চলছে। নড়াইলে কঠোর লকডাউন চলমান থাকলেও মানুষের চলাচল বেড়েছে। সকাল ৭ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত কাচাবাজার, মাছ বাজার খোলা থাকছে।

জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত, সেনা বাহিনী, বিজিবির টহল কার্যক্রম চালু রয়েছে। শহরের বিভিন্ন গুরুত্বপুর্ণ স্থানে পুলিশ চেক পোষ্ট রয়েছে। গত ২৪ ঘন্টায় ৯টি ভ্রাম্যমান আদালত ২৯ মামলায় ১ লক্ষ ৯৮হাজার ৩ শ টাকা জরিমানা করেছে।

নড়াইল সিভিল সার্জন কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় ২৭ টি নমুনা পরীক্ষায় ১১ জনের করোনা শনাক্ত হয়েছে, পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪০.৭৪%।

গতকাল ০৬ আগস্ট এই হার ছিলো ৩৩.৬২%। আক্রান্তদের মধ্যে নড়াইল সদর উপজেলার ১ জন, লোহাগড়া উপজেলায় ১০ জন । এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট ৪৩৭৪ জনের, সুস্থ হয়েছে ৩৪৪৩ জন। নতুন মৃত্যু ০১ জন। জেলায় মৃত্যুর সংখ্যা ৯৮ জন।

মৃতদের মধ্যে নড়াইল সদর উপজেলায় নতুন ০১ জন সহ ৫৪ জন, লোহাগড়া উপজেলায় ২৭ জন ও কালিয়া উপজেলায় ১৭ জন। বর্তমানে হাসপাতালে মোট ৪৮ জন চিকিৎসাধীন রয়েছে।

খুলনা গেজেট/ এস আই

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন