Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

নড়াইলে করোনায় মৃত্যু ২, নতুন শনাক্ত ২৪

নিজস্ব প্রতিবেদক, নড়াইল

করোনা সংক্রমণ রোধে সারাদেশে শুরু হওয়া কঠোর লকডাউনের ১৪তম দিন চলছে। কঠোর লকডাউন চলমান থাকালেও নড়াইলে মানুষের চলাচল বেড়েছে, সকাল ৭ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত কাচাবাজার, মাছ বাজার খোলা থাকছে।

জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত, সেনা বাহিনী, বিজিবির টহল কার্যক্রম চালু রয়েছে। শহরের বিভিন্ন গুরুত্বপুর্ণ স্থানে পুলিশ চেক পোষ্ট রয়েছে। গত ২৪ ঘন্টায় ০৯ টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১২ টি মামলায় ৮ হাজার ৮শ’ টাকা জরিমানা করা হয়েছে।

নড়াইল সিভিল সার্জন কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় ১৩৩ টি নমুনা পরীক্ষায় ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে, পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৮.০৪%। গতকাল ০৪ আগস্ট এই হার ছিলো ২৯.৭৭%। আক্রান্তদের মধ্যে নড়াইল সদর উপজেলার ১১ জন, লোহাগড়া উপজেলায় ৭ জন ও কালিয়া উপজেলায় ৬ জন। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট ৪৩২৫ জনের, সুস্থ হয়েছে ৩৪৪৩ জন। নতুন মৃত্যু ০২ জন। জেলায় মৃত্যুর সংখ্যা ৯৬ জন। মৃতদের মধ্যে নড়াইল সদর উপজেলায় নতুন ২ জনসহ ৫২ জন, লোহাগড়া উপজেলায় ২৭ জন ও কালিয়া উপজেলায় ১৭ জন। বর্তমানে হাসপাতালে মোট ৪৬ জন চিকিৎসাধীন রয়েছে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন