Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

নড়াইলে চলছে কঠোর লকডাউন : ৩৪ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১

নিজস্ব প্রতিবেদক, নড়াইল

করোনা সংক্রমণ রোধে সারাদেশে শুরু হওয়া কঠোর লকডাউনের ৩য় দিন আজ। কঠোর লকডাউন চলমান থাকায় মানুষের চলাচল কম ছিলো, অভ্যন্তরীণ রুটসহ সকল রুটে যান চলাচল বন্ধ রয়েছে। তবে সকাল ৭ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত কাঁচাবাজার, মাছ বাজার খোলা থাকায় সেখানে মানুষের ভিড় দেখা গেছে। এ সময় অপ্রয়োজনে বাইরে মানুষের চলাচল নিয়ন্ত্রণ করতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত, বিজিবির টহল দিতে দেখা গেছে।

শহরের বিভিন্ন গুরুত্বপুর্ণ স্থানে পুলিশ চেক পোষ্ট বসিয়ে যারা ঘরের বাইরে বের হয়েছেন কেন বের হয়েছেন কারণ জানতে চাওয়া হচ্ছে, সঠিক জবাব না দিতে পারলে তাদের জরিমানা ও বাড়িতে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে। গত ২৪ ঘন্টায় ০৯ টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৪টি মামলায় ১৬ হাজার ৪৫০ টাকা জরিমানা করা হয়েছে।

নড়াইল সিভিল সার্জন কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় ১১০ টি নমুনা পরীক্ষায় ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে, পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩০.৯০%। ২৪ জুলাই এই হার ছিলো ৪২.১০%।

আক্রান্তদের মধ্যে নড়াইল সদর উপজেলার ১৯ জন, লোহাগড়া উপজেলায় ১১ জন ও কালিয়া উপজেলায় ৪ জন। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট ৩ হাজার ৮৮০ জনের, সুস্থ হয়েছে ২ হাজার ৮৬৪ জন। নতুন একজনের মৃত্যু হওয়ায় জেলায় মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ৮৫ জন। মৃতদের মধ্যে নড়াইল সদর উপজেলায় ৪৬ জন, লোহাগড়া উপজেলায় ২২ জন ও কালিয়া উপজেলায় ১৭ জন। বর্তমানে হাসপাতালে মোট ৩০ জন চিকিৎসাধীন রয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন