Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

নড়াইলে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, নড়াইল

ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, কিন্তু করোনা ভাইরাসের কারনে ঈদ উদযাপনে এসেছে শিথিলতা, ঈদের সেই চেনা রুপের বাইরে ঈদ উদযাপন করা হচ্ছে ।

ঈদ জামাতেও পড়েছে করোনা ভাইরাসের প্রভাব। ঝুকি এড়াতে ঈদগাহের পরিবর্তে মসজিদে ঈদ জামাতের আয়োজন করা হয়েছে। মসজিদে প্রবেশের সময় হ্যান্ড স্যানিটাইজারের ব্যাবহার, শারীরিক দুরত্ব বজায় রাখা, নিজস্ব জায়নামাজ নিয়ে আসা সহ বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়। সকাল ৭টায় নড়াইল কেন্দ্রীয় মসজিদে ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হয়। ইমামতি করেন মাওলানা মোঃ ওয়াকিউজ্জামান।

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তারা নামাজ আদায় করেন। এছাড়া পুরাতন বাসাটার্মিনাল মসজিদ, রুপগঞ্জ বাজার জামে মসজিদ, কুড়িগ্রাম উত্তরপাড়া জামে মসজিদসহ বিভিন্ন মসজিদে নামাজ আদায় হয়। এসময় দেশ জাতির কল্যান কামনা করে ও করোনা ভাইরাস মুক্তির জন্য মোনাজাত করা হয়।

খুলনা গেজেট/ টি আই

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন