Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

লকডাউন শিথিলতায় নড়াইলে স্বাস্থ্যবিধি মানতে অনিহা

নিজস্ব প্রতিবেদক, নড়াইল

সারাদেশের মত নড়াইলে লকডাউন শিথিলের প্রথম দিনেই মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে। রাস্তা, বাজার সর্বত্র মানুষের চলাচল বেড়েছে, বিশেষ করে জামাকাপড়ের দোকানে নারীদের উপস্থিতি বেড়েছে। এছাড়া কাঁচাবাজারসহ মাছ বাজারে মানুষের ভিড় দেখা গেছে। নড়াইলের অভ্যন্তরীণ রুটসহ সকল রুটেই বাস চলাচল করছে।

তবে স্বাস্থ্যবিধি অনেকেই মানছেন না, মুখে মাস্ক পরলেও সঠিক নিয়মে পরছেন না। শারীরিক দূরত্বও মানছেন না। গত ২৪ ঘন্টায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ১৬টি মামলায় ১১ হাজার ২শ’ টাকা জরিমানা করা হয়েছে।

নড়াইল সিভিল সার্জন কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় ১২৬ টি নমুনা পরীক্ষায় ৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে, পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৪.১২%। আক্রান্তদের মধ্যে নড়াইল সদর উপজেলার ১৩ জন, লোহাগড়া উপজেলায় ১৩ জন ও কালিয়া উপজেলায় ১৭ জন। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট ৩৬২০ জনের, সুস্থ হয়েছে ২৫৪৯ জন। নড়াইল সদরে নতুন একজনের মৃত্যুসহ জেলায় মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ৭২ জন।

মৃতদের মধ্যে নড়াইল সদর উপজেলায় একজনসহ ৩৬ জন, লোহাগড়া উপজেলায় ২১ জন ও কালিয়া উপজেলায় ১৫ জন। বর্তমানে নড়াইল সদর হাসপাতালে ১৮ জন, লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন ও কালিয়ায় ৬ জনসহ মোট ২৬ জন চিকিৎসাধীন রয়েছে।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন