Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

নড়াইলে একদিনে সর্বোচ্চ ৭ জনের মৃত্যু, শনাক্তের হার ৪৭.৬৬

নড়াইল প্রতিনিধি

নড়াইলে একদিনে ৭ জনের মৃত্যু হয়েছে। করোনা সংক্রমণ হওয়ার পর এটা একদিনে সর্বোচ্চ মৃত্যু। নড়াইল সিভিল সার্জন কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় নতুন ৭ জনের মৃত্যুসহ জেলায় মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে মোট ৬৭ জন।

মৃতদের মধ্যে নড়াইল সদর উপজেলায় ৬ জনসহ ৩২ জন, লোহাগড়া উপজেলায় একজনসহ ২০ জন ও কালিয়া উপজেলায় ১৫ জন।

বর্তমানে নড়াইল সদর হাসপাতালে ২২ জন, লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন ও কালিয়ায় ৫ জনসহ মোট ৩২ জন চিকিৎসাধীন রয়েছে। এছাড়া গত ২৪ ঘন্টায় ১০৭ টি নমুনা পরীক্ষায় ৫১ জনের করোনা শনাক্ত হয়েছে, পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪৭.৬৬% । আক্রান্তদের মধ্যে নড়াইল সদর উপজেলার ২ জন, লোহাগড়া উপজেলায় ২৮ জন ও কালিয়া উপজেলায় ২১ জন। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট ৩৩৮৯ জনের, সুস্থ হয়েছে ২৩৭১ জন।

নড়াইল সদর হাসপাতালের ভারপ্রাপ্ত তত্বাবধায়ক ডাঃ আসাদ-উজ-জামান মুন্সী বলেন, এখন শহরের তুলনায় গ্রামের দিকে রোগী মৃত্যু বেশী হচ্ছে। মূলত গ্রামের মানুষের অবহেলা ও অসচেনতার কারণে এই মৃত্যুর সংখ্যা বাড়ছে।

এদিকে করোনা সংক্রমণ রোধে সারাদেশে চলমান কঠোর লকডাউনের ১১তম দিন আজ। অন্য দিনের তুলনায় মানুষের চলাচল বেড়েছে, কাঁচাবাজারসহ মাছ বাজারে মানুষের ভিড় দেখা গেছে। তবে অপ্রয়োজনে বাইরে মানুষের চলাচল নিয়ন্ত্রণ করতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত, সেনা বাহিনী, বিজিবির টহলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ চেক পোষ্ট বসানো হয়েছে। যারা ঘরের বাইরে বের হয়েছেন কেন বের হয়েছেন কারণ জানতে চাওয়া হচ্ছে, সঠিক জবাব না দিতে পারলে তাদের জরিমানা ও বাড়িতে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে। গত ২৪ ঘন্টায় ৯ টি মামলায় ৪২ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন