Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

নড়াইলে একদিনে মৃত্যু ৪, শনাক্তের হার ৪৩.৫৮

নড়াইল প্রতিনিধি

করোনা সংক্রমণ রোধে সারাদেশে চলমান কঠোর লক ডাউনের ৭ম দিন আজ। অন্য দিনের মানুষের চলাচল বেড়েছে, কাচাবাজার সহ মাছ বাজারে মানুষের ভিড় দেখা গেছে। তবে অপ্রয়োজনে বাইরে মানুষের চলাচল নিয়ন্ত্রন করতে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত, সেনা বাহিনী, বিজিবির টহলসহ বিভিন্ন গুরুত্বপুর্ণ স্থানে পুলিশ চেক পোষ্ট বসানো হয়েছে। যারা ঘরের বাইরে বের হয়েছেন কেন বের হয়েছেন কারন জানতে চাওয়া হচ্ছে, সঠিক জবাব না দিতে পারলে তাদের জরিমানা ও বাড়িতে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে।

এদিকে নড়াইল সিভিল সার্জন কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় ১১৭ টি নমুনা পরীক্ষায় ৫১ জনের করোনা শনাক্ত হয়েছে, পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪৩.৫৮% । আক্রান্তদের মধ্যে নড়াইল সদর উপজেলার ১২ জন, লোহাগড়া উপজেলায় ২০ জন ও কালিয়া উপজেলায় ১৯ জন। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট ৩১৫৩ জনের, সুস্থ হয়েছে ২২৮২ জন। নতুন ৪ জনের মৃত্যুসহ জেলায় মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ৫৪ জন। মৃতদের মধ্যে নড়াইল সদর উপজেলায় ১ জনসহ ২০ জন, লোহাগড়া উপজেলায় ০২ জন সহ ১৯ জন ও কালিয়া উপজেলায় ০১ জনসহ -১৫ জন। বর্তমানে নড়াইল সদর হাসপাতালে ৩৫ জন, লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন ও কালিয়ায় ৫ জন সহ মোট ৪৬ জন চিকিৎসাধীন রয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন