Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

মেহেরপুরে পানির ট্যাংক থেকে যুবকের লাশ উদ্ধার

গেজেট ডেস্ক

মেহেরপুরে ছাদে পানির ট্যাংক থেকে মাদকাসক্ত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম রাকিব হোসেন (২৬)। রোববার দুপুর ১২টার দিকে শহরের বেড়পাড়ায় পাশের বাড়ির বকুল হোসেনের বাড়ির ছাদে পানির ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রাকিব উপজেলার বেড়পাড়ার গবাদিপশু ব্যবসায়ী আরমান হোসেনের ছোট ছেলে। তার পকেটে নেশাজাতীয় জুতার আঠা ও পলিথিন পাওয়া গেছে।

নিহত যুবকের ভাই আরিফ হোসেন জানান, রাকিব পরিবারের কোনো শাসন মানে না। দীর্ঘদিন ধরে মাদকাসক্ত।

এলাকাবাসী জানান, বকুল মাদকাসক্ত যুবক। শনিবার সন্ধ্যার পর থেকে রাকিবকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। রোববার বকুলের বাড়ির লোকজন ছাদে গিয়ে পানির ট্যাংক উন্মুক্ত দেখে ঢাকনা দিতে গিয়ে রাকিবের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। ময়নাতদন্তের জন্য পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন