Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

গাংনীতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর পুকুরে, চালকের মৃত্যু

গেজেট ডেস্ক

মেহেরপুরের গাংনী উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক্টর পুকুরে পড়ে যাওয়ায় চালকের মৃত্যু হয়েছে। নিহত চালকের নাম রুহুল আমিন (৪৫)। উপজেলার গজারিয়া হেমায়েতপুর গ্রামে আজ শনিবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রুহুল আমিন গাংনী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শিশিরপাড়া গ্রামের মৃত ইশারত আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে গাংনী থেকে ট্রাক্টর ট্রলি নিয়ে গাংনী-হাটবোয়ালিয়া সড়ক দিয়ে হাটবোয়ালিয়ার দিকে যাচ্ছিলেন রুহুল আমিন। এক পর্যায়ে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে গজারিয়া হেমায়েতপুরের একটি মসজিদের সামনের পুকুরে পড়ে যায়। এ সময় চালক রুহুল আমিন ট্রাক্টরের নিচে পড়ে যান। পরে স্থানীয় লোকজন তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান, আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন