মেহেরপুরে আইন অমান্য করে পরিচালিত অবৈধ ইটভাটার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে মেহেরপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। সোমবার (১ ডিসেম্বর) সকালে গাংনী উপজেলার বিভিন্ন এলাকায় একযোগে এ অভিযান শুরু হয়।
এ সময় দোয়েল ব্রিকস ও রিপন ব্রিকসের চিমনি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় এবং প্রস্তুতকৃত কাঁচা ইট ট্রাক্টর দিয়ে বিনষ্ট করা হয়। অভিযান পরিচালনা করেন খুলনা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম।
খুলনা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন–২০১৩ অনুযায়ী ইটভাটা পরিচালনায় প্রয়োজনীয় অনুমোদন, লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র না থাকার অভিযোগে এসব ভাটায় অভিযান চালানো হয়। জরিমানা করে ভাটা বন্ধ করার সম্ভব হয় না, তাই এবার সকল ভাটা মালিকদের নোটিশ দেওয়া হবে। এরপরও যদি ভাটাগুলোর কার্যক্রম চলমান থাকে তাহলে পর্যায়ক্রমে সকল ইটভাটা উচ্ছেদ করা হবে। জেলাতে ৮৫টি ইট ভাটার মধ্যে আজকে দুটি ইট ভাটা ভেঙে দেওয়া হয়েছে। আরও কয়েকটি ভাঙা হবে। এ অভিযান চলমান থাকবে।
এ সময় মেহেরপুর জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিপু সুলতান, জেলা প্রশাসনের প্রতিনিধি এবং যৌথ বাহিনীর একটি বিশেষ টিম উপস্থিত ছিল।

