মঙ্গলবার । ৪ঠা নভেম্বর, ২০২৫ । ১৯শে কার্তিক, ১৪৩২

মেহেরপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত

গেজেট প্রতিবেদন

মেহেরপুরের গাংনী-কাথুলী সড়কের ইবাদতখানা নামক স্থানে ট্রাকচাপায় মোকলেছুর রহমান বান্টু (৬৫) নামের একজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে গাংনী বাজার থেকে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘাতক ট্রাকটিকে স্থানীয় সাহারবাটি বাজার থেকে জব্দ করেছে।

মোকলেছুর রহমান বান্টু গাংনীর সাহারবাটি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মোকলেছুর রহমান বান্টু মোটরসাইকেল যোগে গাংনী বাজার থেকে নিজ বাড়ি সাহারবাটিতে ফিরছিলেন। ইবাদতখানা নামক স্থানে পৌঁছালে তার পেছন থেকে একটি ট্রাক সজোরে ধাক্কা দিলে তিনি রাস্তার উপর ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হন। অবস্থা বেগতিক দেখে ট্রাকচালক ও তার সহকারী ট্রাকটিকে সাহারবাটি বাজারে রেখে পালিয়ে যান। স্থানীয় লোকজন মোকলেছুর রহমান বান্টুকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ফারুক হোসেনকে মৃত ঘোষণা করেন।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ইতোমধ্যে ট্রাকটিকে জব্দ করে থানায় নেয়া হয়েছে। চালক ও তার সহকারীকে আটকের চেষ্টা চলছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন