Edit Content
খুলনা, বাংলাদেশ
বৃহস্পতিবার । ২১শে আগস্ট, ২০২৫ । ৬ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

মেহেরপুরে ঘাসের বস্তায় মিলল ৫১ হাজার ডলার

গেজেট ডেস্ক

মেহেরপুর সীমান্ত দিয়ে পাচারের চেষ্টাকালে ৫১ হাজার ইউএস ডলারসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৬ আগস্ট) বিজিবির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার (১৫ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মো. নাজমুল হাসান জানতে পারেন যে, মেহেরপুরের মুজিবনগর উপজেলার অন্তর্গত আনন্দবাস বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে ইউএস ডলার পাচার হবে। পরে বিজিবির আভিযানিকদল সীমান্ত মেইন পিলার ৯৯ থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ফাশিতলা নামক স্থানে এ্যাম্বুশ করে। দুপুর ১২টার দিকে বিজিবির আভিযানিকদল ১ জন সন্দেহভাজন ব্যক্তিকে ঘাসের বস্তা নিয়ে শুন্যলাইন এলাকা হতে বাইসাইকেলযোগে ফাশিতলা এলাকা দিয়ে আনন্দবাস গ্রামের দিকে যেতে দেখে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ওই ব্যক্তি বিজিবির উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে টহলদল তাকে ধাওয়া করে আটক করে। পরে তল্লাশীকালে তার স্বীকারোক্তি অনুযায়ী সঙ্গে থাকা ঘাসের বস্তাটি খুলে ভেতরে অভিনব কায়দায় লুকানো কালো স্কচটেপ দিয়ে মোড়ানো ৫টি প্যাকেট জব্দ করা হয়। জব্দকৃত প্যাকেট হতে ৫১ হাজার ইউএস ডলার উদ্ধার করা হয়েছে। এছাড়াও তার কাছ থেকে ১টি বাইসাইকেল ও ১টি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত ইউএস ডলারসহ অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ৬২ লাখ ১ হাজার ৫৪০ টাকা। মামলা দয়েরের পর আটককৃত ব্যক্তিকে মুজিবনগর থানায় হস্তান্তর এবং জব্দকৃত ইউএস ডলার আদালতের আদেশে মেহেরপুর ট্রেজারি অফিসে জমা করা হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন