Edit Content
খুলনা, বাংলাদেশ
শনিবার । ৩০শে আগস্ট, ২০২৫ । ১৫ই ভাদ্র, ১৪৩২
Edit Content

বাল্যবিয়ে করতে এসে কারাগারে বর

গেজেট ডেস্ক

মেহেরপুর সদর উপজেলার মদনাডাঙ্গা গ্রামে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে বিয়ে করতে এসে বরকে সাত দিনের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সেইসঙ্গে বাল্যবিয়ে বন্ধ করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাইরুল ইসলাম।

নির্বাহী ম্যাজিস্ট্রে খাইরুল ইসলাম বলেন, মদনাডাঙ্গা গ্রামের পেল্টু মিয়ার সপ্তম শ্রেণিতে পড়ুয়া ১৪ বছর বয়সী মেয়ে খাদিজা খাতুনের সঙ্গে বিয়ের আয়োজন চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৮ আগস্ট) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিয়ের আয়োজন বন্ধ করা হয়। পরে আটক করা হয় বর রাব্বি রাসেল (১৯) ও তার দুলাভাই সজীব আলীকে (২৮)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বরকে সাত দিনের কারাদণ্ড এবং দুলাভাইকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, বাল্যবিয়ে একটি ফৌজদারি অপরাধ। শিশুর ভবিষ্যৎ রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। আজকের এই অভিযান সেই উদ্যোগেরই অংশ।

অভিযানে মেহেরপুর সদর থানা পুলিশের একটি টিম ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা সহোযোগিতা করেন। এ সময় মহিলা বিষয়ক অধিদপ্তর ও সমাজসেবা অধিদপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন