Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

মেহেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় পথচারীসহ নিহত ২

গেজেট ডেস্ক

মেহেরপুরের গাংনী উপজেলার ওলিনগর গ্রামে সড়ক দুর্ঘটনায় পথচারী ও এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শুক্রবার (১৮ জুলাই) বিকেলে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওলিনগর গ্রামের কাতল হোসেনের ছেলে কৃষক মন্টু মিয়া (৫২) এবং তেরাইল গ্রামের রতন আলীর ছেলে রনি ইসলাম (১৮)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে মন্টু মিয়া বাড়ির সামনের সড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। ধাক্কায় ছিটকে পড়ে তিনি চলন্ত একটি মাইক্রোবাসের ছিটকে পড়ে সড়কে লুটিয়ে পড়েন।

দুর্ঘটনায় গুরুতর আহত হন মন্টু মিয়া, মোটরসাইকেল চালক রনি ইসলাম এবং আরোহী মোস্তাক হোসেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক মন্টু মিয়াকে মৃত ঘোষণা করেন।

রনি ইসলাম ও মোস্তাক হোসেনকে গুরুতর অবস্থায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রনি ইসলাম মারা যান। মোস্তাকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন