Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

মনোরমা মিনি চিড়িয়াখানায় অভিযান, ২৭ বন্যপ্রাণী উদ্ধার

গেজেট ডেস্ক

মেহেরপুরের মুজিবনগর মনোরোমা মিনি চিড়িয়াখানায় অভিযান চালিয়ে ২৭টি বন্যপ্রাণী উদ্ধার করেছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। রোববার (২৫মে) বিকেলে বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক আব্দুল্লাহ সাদিক ও অসীম মল্লিক এ অভিযান পরিচালনা করেন।

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক জানান, মুজিবনগর মনোরমা মিনি চিড়িয়াখানা থেকে দুটি বানর, দুটি কাইম পাখি, আটটি সাজারু, একটি অজগর, একটি হরিয়াল, চারটি মুনিয়া, একটি কচ্ছপ ও চারটি বালি হাঁস উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, চিড়িয়াখানাটি দীর্ঘদিন ধরে এসব বন্যপ্রাণী অবৈধভাবে সংগ্রহ ও জনসম্মুখে প্রদর্শন করে আসছিল। এ বিষয়ে সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত প্রাণীগুলো বন বিভাগের তত্ত্বাবধানে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা ও পুনর্বাসন শেষে প্রকৃতিতে অবমুক্ত করা হবে।

এছাড়া বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন, ২০১২ এর ৬ ধারা ও ৩৪(খ) ধারা অনুযায়ী মিনি চিড়িয়াখানার মালিক তাহাজুদ্দিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন