Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

মেহেরপুরে ট্রলি চাপায় শিশু নিহত

গেজেট ডেস্ক

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর গ্রামে গরুবোঝাই অবৈধ স্যালোইঞ্জিন চালিত ট্রলির চাপায় তাসনিমা (আড়াই বছর) নামে এক শিশু নিহত হয়েছে। শনিবার (১০ মে) সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। নিহত তাসনিমা ওই গ্রামের সৌদি প্রবাসী জয়নাল হোসেনের মেয়ে।

জানা গেছে, শিশু তাসনিমা তার মামার বাড়ির পাশে একটি দোকান থেকে বিস্কুট কিনে সড়ক পার হতে গেলে গরুবোঝাই একটি ট্রলি তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয় জনতা ট্রলি ও চালককে আটক করে পুলিশে সোপর্দ করে।

গাংনী থানার ডিউটি অফিসার আতাউর রহমান জানান, ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ট্রলিচালক বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। অভিযোগ পেলে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন