Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ দু’দিনের রিমান্ডে

গেজেট ডেস্ক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও জামায়াত নেতা তারিখ মোহাম্মদ সাইফুল ইসলাম হত্যা মামলায় সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বেগম শারমিন নাহার এ আদেশ দেন।

মেহেরপুর জেলা কারাগার থেকে সকালে ফরহাদ হোসেন ও তার ভাই সরফরাজ হোসেন মৃদুলকে আদালতে নেওয়া হয়। মামলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আবু সালেহ মোহাম্মদ নাছিম আসামিদের সাতদিনের রিমান্ড আবেদন করেন। তবে আদালত জামায়াত নেতা তারিখ মোহাম্মদ সাইফুল ইসলাম হত্যা মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।

এর আগে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে গত বুধবার রাতে সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনকে মেহেরপুর জেলা কারাগারে আনা হয়।

৫ আগস্ট আওয়ামী লীগের সরকার পতনের পর আত্মগোপন করেন ফরহাদ হোসেন। গত ১৪ সেপ্টেম্বর রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে যাত্রাবাড়ীতে একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করে র‌্যাব। ঢাকায় মামলা ছাড়াও মেহেরপুরে দু’টি মামলার আসামি সাবেক এ মন্ত্রী।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন