Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

মেহেরপুরে শ্যালো ইঞ্জিনচালিত গাড়ি উল্টে চালক নিহত

গেজেট ডেস্ক

মেহেরপুরের গাংনীতে শ্যালো ইঞ্জিনচালিত গাড়ি ‘আলগামন’ উল্টে আব্দুল আজিজ মোল্লা (৪০) নামে এক চালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বামন্দী বাজারের অদূরে এ দুর্ঘটনা ঘটে। আব্দুল আজিজ মোল্লা মুজিবনগর উপজেলার রামনগর গ্রামের মৃত খালেক মোল্লার ছেলে।

বামন্দী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা পরিদর্শক রুবেল রানা বলেন, রোড ডিভাইডারের সঙ্গে শ্যালো ইঞ্জিনচালিত গাড়িটি ধাক্কা লেগে চালক আব্দুল আজিজ মোল্লা আহত হয়েছেন এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে গাংনী হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী হাসপাতালের চিকিৎসক ফারুক হোসেন বলেন, আব্দুল আজিজ মোল্লাকে হাসপাতালে নেওয়ার আগেই মারা যান।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনী ইসরাইল বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ব্যাপারে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন