Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

আদালতে আসামির কিল-ঘুষিতে দুই পুলিশ সদস্য আহত

গেজেট ডেস্ক

মেহেরপুরের আদালতে এক আসামির কিল-ঘুষিতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। রোববার (২৯ মে) দুপুরে নারী ও শিশু নির্যাতন আদালতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আসামি মাবুদকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নারী ও শিশু নির্যতন দমন আইনের একটি মামলায় আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন।

আহত পুলিশ সদস্যরা হলেন- কনস্টেবল আজিম ও রেজাউল ইসলাম। তাদেরকে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার। আব্দুল মাবুদ গাংনী উপজেলার ভাটপাড়া গ্রামের সানোয়ার হোসেনের শনি মিয়ার ছেলে।

আহত পুলিশ সদস্যরা জানান, আব্দুল মাবুদের স্ত্রী হাড়িয়াদহ গ্রামের জেসমিন খাতুন নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলার আসামি আব্দুল মাবুদ মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে হাজিরা দিতে যান।

মামলায় বাদীপক্ষের কয়েকজনও সাক্ষ্য দিতে যায়। এ সময় তাদেরকে উচ্চস্বরে হুমকি দেয় আব্দুল মাবুদ। এক পর্যায়ে আব্দুল মাবুদ উত্তেজিত হয়ে পড়লে আদালতে দায়িত্ব পালনকারী দুই পুলিশ সদস্য তাকে নিবৃত করার চেষ্টা করেন। এতে আব্দুল মাবুদ তাদের ওপর আক্রমণ চালিয়ে কিল-ঘুষি দিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আদালতে কর্মরত পুলিশ পরিদর্শক গোলাম মোহাম্মদ জানান, সরকারি কাজে বাধা প্রদান ও আদালতে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে মাবুদের নামে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তাকে থানার মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন