Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

মেহেরপুরের আলোচিত খলিল হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতি‌বেদক

মেহেরপুরের গাংনীর আলোচিত খলিল হত্যা মামলার প্রধান আসামিসহ তিন জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার (২৭ মে) কুষ্টিয়ার পোড়াদহ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আটক তিন আসামি হচ্ছে মোসাঃ আজিমন খাতুন(৪৫), মোঃ আবু বক্কর(৫৫) ও মোঃ সজীব(১৯)। তারা তিনজনই একই পরিবারের সদস্য।

গত ২১ মে মেহেরপুর গাংনীর হিন্দা পশ্চিমপাড়া এলাকায় সম্পত্তি নিয়ে বিরোধ থাকায় ভিকটিম খলিল বিশ্বাস(৬৫)কে প্রকাশ্যে দিবালোকে তার ছোট ভাইসহ তার সহযোগী আসামিরা মিলে রক্তাক্ত গুরুতর জখম করে। পরবর্তীতে ভিকটিম চিকিৎসাধীন অবস্থায় মৃতবরণ করে।

এ বিষয়ে ভিকটিমের স্ত্রী বাদী হয়ে ২৩ মে গাংনী থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনাটি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয় এবং জনমনে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনার বিষয়ে র‌্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং আসামি গ্রেপ্তারে অভিযান অব্যাহত রাখে।

এরই ধারাবাহিকতায় ২৭ মে র‌্যাব গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, হত্যাকান্ডের আসামিরা কুষ্টিয়া জেলার মিরপুর থানা এলাকায় অবস্থান করছে।

তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি শুক্রবার রাতে কুষ্টিয়ার পোড়াদহ এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় চাঞ্চল্যকর খলিল হত্যা মামলার পলাতক আসামি আজিমন খাতুন, আবু বক্কর ও সজীব কে গ্রেপ্তার করে।

আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। গ্রেপ্তারকৃতদের মেহেরপুর জেলার গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন