Edit Content
খুলনা, বাংলাদেশ
সোমবার । ২৫শে আগস্ট, ২০২৫ । ১০ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

কবরস্থানে মুয়াজ্জিনকে কুপিয়ে হত্যা

গেজেট ডেস্ক

মেহেরপুরে গাংনী উপজেলায় ছহির উদ্দীন (৬৫) নামে এক মুয়াজ্জিনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২ সেপ্টম্বর) সকাল ৯টার দিকের উপজেলার সাহেবনগর গ্রামের মাদ্রাসা ও কবরস্থানের পাশে এ ঘটনা ঘটে।

নিহত ছহির উদ্দীন উপজেলার সাহেবনগর গ্রামের বাসিন্দা। তিনি এলাকার মাদ্রাসার পাশের মসজিদে মুয়াজ্জিন ছিলেন। এ ছাড়া তিনি মাদ্রাসা, গোরস্তান ও ঈদগাহ দেখভালের কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ছহির উদ্দীন সকালে গোরস্তানের পাশে কাজ করছিলেন। এ সময় মুখে কালো মুখোশপরা দুজন ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে মরদেহ ফেলে রেখে যায়। পরে এলাকাবাসী তার মরদেহ দেখে পুলিশে খবর দেয়।

গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, নিহত বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মাথা, বুক, পিঠ, হাত, পাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনার তদন্ত চলছে বলে জানান ওসি।

 

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন