Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

মাথায় গুলি চালিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা

গেজেট ডেস্ক

মেহেরপুরের মুজিবনগরে কর্তব্যরত অবস্থায় নিজ রাইফেল দিয়ে গুলি করে আত্মাহত্যা করেছেন এক পুলিশ সদস্য।

আজ বুধবার (২১ জুলাই) ভোররাতে এঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্যর নাম সাইফুল ইসলাম। সে মুজিবনগরের রতনপুর পুলিশ ক্যাম্পে কর্মরত ছিল। নিহতের বাড়ি কুষ্টিয়া জেলায়।

পুলিশ জানায়, মুজিবনগরে রতনপুর পুলিশ ক্যাম্পে কনস্টেবল সাইফুল ইসলাম কং নাম্বার ৫৪৩ ডিউটিতে ছিল। গুলির শব্দে ক্যাম্প এ কর্মরত অন্য সদস্যরা এসে তার মরদেহ দেখতে পায়। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ সুপার রাফিউল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। নিহত সাইফুল দীর্ঘদিন ধরেই মেহেরপুরে কর্মরত ছিলেন। তার স্ত্রীও মেহেরপুরে নারী পুলিশ সদস্য।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন