বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

মেহেরপুরে করোনা ভাইরাস রোধকল্পে ৮ জনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

মেহেরপুরে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে করোনা ভাইরাস রোধকল্পে ৮ জনকে সর্বমোট ৬ হাজার ৫০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

আজ রবিবার (১১ জুলাই) আনুমানিক সকাল ১০.০০ থেকে বিকেল ২টার সময় র‌্যাব-৬, (ঝিনাইদহ ক্যাম্প) খুলনার একটি আভিযানিক দল ও প্রধান নির্বাহী কর্মকর্তা, মেহেরপুর পৌরসভা এর নেতৃত্বে মেহেরপুর জেলার মেহেরপুর পৌরসভার বিভিন্ন এলাকায় করোনা ভাইরাসের সচেতনতা উপেক্ষা করে জনসমাগম করায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযান পরিচালনাকালে ১৮৬০ সালের দন্ড বিধি আইন এর ২৬৯ ধারা মোতাবেক ৮ (আট) জনকে সর্বমোট ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। অভিযুক্ত ব্যক্তিরা মোবাইল কোর্টের জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে স্বেচ্ছায় পরিশোধ করে। সূত্র: প্রেস বিজ্ঞপ্তি।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন