Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

মাগুরায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, দুই চালক নিহত

গেজেট ডেস্ক

মাগুরা-খুলনা সড়কের শহরের পারনান্দুয়ালী ৩নং ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ মে) এ দুর্ঘটনা ঘটে।

বিকালে নিহতরা হলেন, মাগুরা সদর উপজেলার পারনান্দুয়ালী গ্রামের ব্যাপারী পাড়ার ওহিদুর রহমানের ছেলে বাধন বিশ্বাস (২৪) ও যশোর জেলার চৌগাছি থানার রামকৃষ্ণপুর গ্রামের আব্দুল সালামের ছেলে নিশান (২৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের পারানান্দুয়ালী ৩নং ব্রিজ এলাকায় বিপরীতমুখী দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে দুই মোটরসাইকেল চালক গুরুতর জখম হন। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা দুইজনকে মৃত ঘোষণা করেন।

মাগুরা সদর থানা ওসি জয়নাল আবেদিন জানান, দ্রুত গতির দুটি মোটরসাইকেল ঘটনাস্থলে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। এ ব্যাপারে মাগুরা সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন