Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

মাগুরা ইসলামী ফাউন্ডেশনের ভাষা শহীদদের স্মরণে আলোচনা ও দোয়া

মাগুরা প্রতিনিধি

আজ অমর একুশে ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রক্তস্নানের মধ্য দিয়ে ভাষার মর্যাদা প্রতিষ্ঠার দিন। সব বাধা অতিক্রম করে বাংলাকে পাথেয় করে এগিয়ে যাওয়ার শপথের দিন। বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠার জন্য এদিন সালাম, বরকত, রফিকসহ অনেকে আত্মাহুতি দিয়েছিলেন।

এজন্যই দিনটি একই সঙ্গে গৌরবের ও শোকের। জাতি আজ শ্রদ্ধাভরে সেইসব শহীদদের স্মরণ করছে। দিবসটি শুধু বাঙালির নয়, পৃথিবীর সব ভাষাভাষী মানুষের। পৃথিবীর কয়েক হাজার ভাষাভাষী মানুষও দিনটি শ্রদ্ধাভরে পালন করছেন।

ইসলামিক ফাউন্ডেশন মাগুরা জেলা শাখার উদ্যোগে নিজস্ব মিলনায়তনে সকাল ১০.৩০ মি: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান বাস্তবায়ন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা জেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ফ ম আব্দুল ফাত্তাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন আলহাজ্জ মাও: এ বি এম মাহফুজুর রহমান অধ্যক্ষ, মাগুরা সিদ্দিকীয়া কামিল মাদরাসা মাগুরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুহাম্মদ মনিরুজ্জামান সহকারী পরিচালক ইসলামিক ফাউন্ডেশন মাগুরা। স্বাগত বক্তব্য রাখেন মোঃ তৌওহিদুর রহমান এফ ও মাগুরা ,আলোচনা অনুষ্ঠান শেষে ভাষা শহিদের আত্মার মাগফিরাত, দেশ এবং জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলহাজ্জ মাওলানা এ বি এম মাহফুজুর রহমান ,অনুষ্ঠান পরিচালনা করেন মাষ্টার ট্রেইনার, মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম মাগুরা।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন