বুধবার । ১৪ই জানুয়ারি, ২০২৬ । ৩০শে পৌষ, ১৪৩২

মাগুরায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ব্যবসায়ী নিহত

মাগুরা প্রতিনিধি

মাগুরা সদরের হাজিপুর বাজারে গরুচোর সন্দেহে গণপিটুনিতে আকিদুল ইসলাম (৪২) নামে একজন নিহত হয়েছেন। বুধবার (৭ জানুয়ারি) ভোর ৬টায় হাজিপুর বাজারে এ ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তি সদর উপজেলার হাজিপুর ইউনিয়নের পাকা কাঞ্চনপুর ফকিরপাড়া গ্রামের শহর আলীর ছেলে। নিহত ব্যক্তির দুই মেয়ে এক ছেলে রয়েছে। তিনি পেশায় একজন কাঁচামাল ব্যবসায়ী ছিলেন।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, নিহত আকিদুল কাঁচামাল নিয়ে ঢাকায় গিয়েছিলেন। মঙ্গলবার রাতে ঢাকা থেকে রওনা দিয়ে মধ্যরাতে হাজিপুর বাজারে বাস থেকে নামে বাড়ির উদ্দেশ্যে। এরপর গরু চোর সন্দেহে তাকে ধরে নিয়ে কাঁঠাল গাছের সাথে বেঁধে বেধড়ক পিটিয়ে তাকে আহত করে। ভোর ছয়টায় পরিবারের লোকদের খবর দিলে, পুলিশের সহায়তায় ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী হজিফা খাতুন বলেন, ভোরের দিকে আমার স্বামীর মোবাইল ফোন থেকে লিয়াকত মনিরুল আমার কাছে ২ লাখ টাকা দাবি করে। তারা এও বলে এই টাকা দিলে আমার স্বামীকে ছেড়ে দেবে। আমার স্বামী গত তিন বছর সাইপ্রাসে থেকে পাঁচ মাস আগে বাড়িতে আসে। এরপর সে কাঁচামাল ব্যবসা শুরু করে। সামাজিক দলাদলির কারণে সম্পূর্ণ পরিকল্পিতভাবে আমার স্বামীকে গণপিটুনি দিয়ে হত্যা করেছে। আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, ভোর ছয়টায় খবর পেয়ে পুলিশ হাজিপুর বাজার থেকে আহত অবস্থায় একজনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এখনো পর্যন্ত অভিযোগ নিয়ে কেউ আসেনি। অভিযোগ নিয়ে আসলে তদন্ত সাপেক্ষে মামলা গ্রহণ করা হবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন