মাগুরা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জামির হোসেন এবং সদর উপজেলার বেরইল পলিতা ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক আলি হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ ডিসেম্বর) সকালে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুধবার তাদের আটকের পর আদালতে হাজির করা হয়। পরে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এই অভিযান অব্যাহত রয়েছে।
খুলনা গেজেট/এএজে
