মাগুরা জেলার শালিখা উপজেলার ধনেশ্বরগাতী ইউনিয়নের দেবীলা গ্রামে মানসিক প্রতিবন্ধী সাত বছরের ছেলেকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় একই এলাকার আরেক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভূক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, গতকাল (৮ ডিসেম্বর) বিকাল ৪ টার সময় ওই ৭ বছরের শিশুটি তার বাড়ির পাশে দেবীলার মাঠে খেলা করছিল। এ সময় তার প্রতিবেশী এক কিশোর তাকে ফুসলিয়ে মাঠের পাশে একটি ফাঁকা ঘরে ডেকে নিয়ে বলাৎকার করে। পরিবারের সদস্যরা তাকে রাত ৮ টার সময় মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। বর্তমানে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শালিখা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বলাৎকারের শিকার শিশুটির বাবা বাদী হয়ে মামলা রুজু করার পরেই রাতভর অভিযান চালিয়ে মঙ্গলবার সকাল ১০টার পরে আসামিকে গ্রেপ্তার করা হয়। আসামিকে শিশু আদালতে পাঠানোর ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
খুলনা গেজেট/এনএম

