শুক্রবার । ১২ই ডিসেম্বর, ২০২৫ । ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২

মাগুরায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০

গেজেট প্রতিবেদন

মাগুরা সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার (৫ ডিসেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার কুল্লিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এক পর্যায়ে শুক্রবার সকালে সোহেল রানা ও আজাহার আলীর নেতৃত্বাধীন দুই গ্রুপ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে আহতদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. মামুন উর রশীদ জানান, আহত প্রায় ৩০ জন চিকিৎসা নিয়েছেন। সবার অবস্থা স্থিতিশীল, তবে তারা হাসপাতালে ভর্তি আছেন।

এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আয়ুব আলী বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন