শনিবার । ১৫ই নভেম্বর, ২০২৫ । ৩০শে কার্তিক, ১৪৩২

চলন্ত বাসে দুর্বৃত্তদের ঢিল নিক্ষেপ, নারী ও শিশুসহ আহত ৪

গেজেট প্রতিবেদন

মাগুরার শ্রীপুরে চলন্ত যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের ছোড়া ঢিলের আঘাতে নারী ও শিশুসহ চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সব্দালপুর ইউনিয়নের নোহাটা মাদরাসা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন শ্রীপুর উপজেলার মুজদিয়া গ্রামের ফারহানা ও ফরিদ। অপর দুইজনের পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে শ্রীপুর গামী এম এম পরিবহনের একটি যাত্রীবাহী বাস সব্দালপু ইউনিয়নের নোহাটা মাদরাসা এলাকায় পৌঁছালে হঠাৎ কে বা কারা বাসটিকে লক্ষ্য করে ঢিল ছোড়ে। এতে বাসের জানালার গ্লাস ভেঙে যায় এবং ভেতরে থাকা তিন নারী ও এক শিশু আহত হন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন